Home / জাতীয় / ঢাকায় বসে নেতাগিরি চলবে না : ওবায়দুল কাদের
নেতাগিরি
ফাইল ছবি

ঢাকায় বসে নেতাগিরি চলবে না : ওবায়দুল কাদের

সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের কাজ শহরে নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘ আপনাদের কাজ গ্রাম বাংলায়,সারা বাংলায়। যেখানে মাছের উৎপাদন হয়,সেটাই আপনাদের কর্মস্থল। ঢাকায় বসে নেতাগিরি করলে হবে না। তিনি বলেন, ‘কমিটি হয়েছে, সেটার ব্যাপারে একটা অভিযোগ এসেছে, সেটা খতিয়ে দেখবো।’

রবিবার ২২ মে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গত ১১ মে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলনে আলোচিত তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন সভাপতি নির্বাচিত হন।

২০১২ সালে তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক মারা যান। ওই ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি দেলোয়ার হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মাছ উৎপাদনে পৃথিবীর তৃতীয় স্থানে রয়েছে উল্লেখ করে কাদের বলেন,‘আজকে খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, তেমনই মৎস্য উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। আমরা আরও এগিয়ে যাবো। আমাদের একটি সংগঠন আছে, তারা সারা বাংলায় মাছ চাষে উৎসাহ দেয়ার জন্য প্রচারণা চালাবে।’

মৎস্যজীবী লীগের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের এখানে মূল সমস্যা হলো— আমরা কথা বলি, কাজ করি কম। আপনারা কতটি জেলা সফর করেছেন? আপনাদের রিপোর্ট জানতে চাই। কী কী কাজ করেছেন? শুধু এক-একটা দিবস আসলে, এখানে বক্তৃতার আসর বসানো হয়। বক্তৃতা শেষ, সব শেষ। পরে আর কোনও কাজকর্ম নেই, শুধু ঘুরে বেড়ানো।

এমন মৎস্যজীবী লীগের কোনও দরকার নেই। অকাজে মৎস্যজীবী লীগকে স্বীকৃতি দেওয়া হয়নি, স্বীকৃতি দিয়েছি কাজ করার জন্য। কাজ কতটুকু করছেন,সেটা দেখবো।’

ওবায়দুল কাদের বলেন,‘আমার নামে কোনও স্লোগান দেবেন না, স্লোগান দেবেন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নামে। এত লোকের নামে স্লোগান দেওয়া মোটেও ঠিক না। শেখ হাসিনা থাকলে আমরা আছি। তার হাতে দেশ,এ জন্য বাংলাদেশ আজও পথহারা হয়নি।’

২২ মে ২০২২
এ জি