বাংলা টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
প্রধান অতিথির বক্তব্য সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী বলেন, বাস্তব ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। বাংলা টিভি ইতোমধ্যে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। তাই অতীতের ন্যায় ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কথা তুলে ধরে দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাষ করি। পাশাপাশি চাঁদপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রা তরান্বিত করবে বলে আমি আশা করি। তিনি চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের প্রশংসা করে বলেন, চাঁদপুরের সাংবাদিকরা সত্য প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না।
বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি ইকবাল বাহারের সার্বিক তত্ত্বাবধায়নে সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, একুশে টিভির চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেন, নিউজ ২৪-এর চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়শনের সাবেক সভাপতি এ কে আজাদ, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর বার্তার সহ সম্পাদক শাহরিয়া পলাশ, দৈনিক শপথের সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ.এম নিজাম, দৈনিক শপথের স্টাফ রিপোর্টার রুবেল রহমান, প্রভাতী কাগজের স্টাফ রিপোর্টার সিন্টু, দৈনিক শপথের স্টাফ রিপোর্টার ফকরুল ইসলাম টিটু, দৈনিক শপথের স্টাফ রিপোর্টার জাহিদ, দৈনিক চাঁদপুর সময়ের স্টাফ রিপোর্টার বাদশা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা ভবিষ্যতে চাঁদপুরের সমস্যা, সম্ভাবনা ও অসঙ্গতি তুলে ধরে বাংলা টেলিভিশন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
স্টাফ করেসপন্ডেট, ১৯ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur