আসিথা ফার্নান্ডোর শরীর তাক করা শর্ট বল হাত উঁচিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। আচমকা বল গ্লাভসে লাগে, অনিচ্ছাকৃত সেই শটে দুই রান নিয়ে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে মুশফিক পৌঁছে যান পাঁচ হাজার রানের মাইলফলকে।
সাগরিকায় বড় পর্দায় ভেসে ওঠে-অভিনন্দন। ড্রেসিংরুমের বাইরে এসে হাততালি দেন এই দৌড়ে পিছিয়ে পড়া তামিম ইকবাল।
মুশফিক যে সবার আগে ইতিহাসে নাম লেখাবেন, তা জানা ছিল বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবালের।
তাই কিনা আগে থেকেই একটা কেকের ব্যবস্থা করে রেখেছিলেন, যেন দিনের খেলা শেষে ড্রেসিং রুমে উদযাপনটা করা যায়।
বিসিবির এক ভিডিওতে প্রকাশ পেয়েছে ৫ হাজারি ক্লাবে প্রবেশ উদযাপনে মুশফিকের সেই কেক কাটার ভিডিও।
সেখানে দেখা মেলে আরও এক দৃশ্যের। মুশফিক ডেকে আনেন বাংলাদেশ টেস্ট দলের নবীন তারকা মাহমুদুল হাসান জয়কে। তার মুখে কেক তুলে দিয়ে মুশফিক বলেন, ‘তুই পাঁচ হাজার রান না, দশ হাজার রান করবি।’
একই আশার কথা মুশফিক শুনিয়েছেন সংবাদ সম্মেলনেও। মি. ডিপেন্টেবলের ভাষ্যে, ‘বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রান করেছি, খুব ভালো লাগছে। সিনিয়র-জুনিয়রদের অনেককেও দেখব ভবিষ্যতে টেস্টে আট-দশ হাজার রান করবে।’
সোমবার ব্যক্তিগত ৫০ রান করতেই দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডটা নিজের করে নেন মুশফিক। এরপর অপেক্ষা ছিল ৫০০০ রান ছোঁয়ার। সে অপেক্ষাটায় দরকার ছিল মাত্র ১৫ রানের আর তামিমের ১৯। তামিম না পারলেও সকালের সেশনে ব্যক্তিগত ৬৮ রান করে বাংলাদেশের ইতিহাসের প্রথম ৫ হাজারি ক্লাবের তারকা হিসেবে নাম লেখান মুশফিক।
ক্রীড়া ডেস্ক, ১৯ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur