কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বুরগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বহিরাগত কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পুরুষ পদে ৪জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্ধন্ধিতা করে ৭জন। এছাড়া ১জন নারী প্রার্থীর বিপরীতে প্রতিদ্ধন্ধিতা করে ২জন।
৩শ ৯৯ ভোটার মধ্যে ২শ ৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৩৩ ভোট বাতিল হয়। এতে সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে কামাল হোসেন প্রথম,১৩৪ ভোট ভোট পেয়ে মো. জসিম উদ্দিন দ্বিতীয়,১৩০ ভোট পেয়ে সেলিম মিয়া তৃতীয় ও ১২৯ ভোট পেয়ে রেজাউল করিম চতুর্থ স্থান অর্জন করে।
এছাড়া সংরক্ষিত নারী পদে শিরিন আক্তার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী লাভ করে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান।
এসময় ইউপি চেয়ারম্যান কবির হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে বাহিরে বিশৃঙ্খলা করার চেষ্টার অভিযোগে পালগিরি গ্রামে যুবক মাহবুব আলমকে আটক করে পুলিশ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৮ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur