চাঁদপুরের হাইমচরে পানিতে ডুবে মেহরাজ নামের ৬বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মেহরাজ ঐ গ্রামের জুয়েল গাজীর ৩য় ছেলে। মৃত শিশুটি ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র ছিল। তার মৃত্যুতে মহজমপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।

মৃত মেহরাজের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে মেহরাজ ও তার সমবয়সী চাচাতো বোনের সাথে বাড়ির পুকুর গোসল করতে যায়। ঐ সময় সাঁতার না জানা মেহরাজ পানিতে ডুবে যায়। মেহরাজের সাথে থাকা ছোট শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে মেহরাজ পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানায়।
বাড়ির লোকজন পুকুর পাড়ে গিয়ে তাকে খোজতে থাকে। প্রায় আধাঘন্টা খোজার পর মেহরাজের নিথর দেহ উঠানো হয় পানির নিচ থেকে। তৎক্ষনিক লোকজন শিশুটিকে নিয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শিশু মেহরাজের বাবা- মা’র আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৭ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur