আজ শেষ অফিস করলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু। বিএনপি থেকে অব্যাহতি চাইবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দুই বারের মেয়র মনিরুল হক সাক্কু মঙ্গলবার (১৭ মে) দল থেকে অব্যাহতি চাইবেন।
১৬ মে সোমবার বিকেল ৩টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মনিরুল হক সাক্কু জানান, তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই কালকেই দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সঙ্গে দেখা করবো এবং রাবেয়া আপার মাধ্যমেই দল থেকে অব্যাহতি চাইবো।
দলে আমাকে অব্যাহতি দেক বা না দেক আমি কুমিল্লা সিটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবো। কারণ আমি গত দুই মেয়াদে বিপুল ভোটে এ সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি। সিটির বাসিন্দাদের আগ্রহের প্রেক্ষিতে এবং আমার নির্দিষ্ট শুভাকাঙ্খি ও কর্মীদের জন্য আবারও এ বির্নাচনে দলের বাহিরে গিয়ে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিসমর্থিত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন সীমা। মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।
২০১২ সালের প্রথম সিটি নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রায়াত অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট পেয়েছেন ৩৬ হাজার ৪৭১ ভোট।
তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৬ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur