চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন ভোটার। ২৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচন করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন ভোটারের মধ্যে একজন ভোটার দেশের বাহিরে অবস্থান করায় বাকি ৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা হলেনঃ সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু ও শফিউল আজম রাজন, সহ-সভাপতি পদে আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জাওয়াদুর রহিম (জে আর ওয়াদুদ টিপু), জাহিদুল ইসলাম রোমান ও নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক পদে আবুল কাশেম আখন্দ ও সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে আবু নাছের পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য পদে মাসুদা নূর খান ও শিপ্রা দাস, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে তপন চন্দ্র ও মোঃ নুরনবী নোমান।
সাধারণ সদস্য পদের প্রার্থীরা হলেন, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ আলী জিন্নাহ,ওমর পাটোয়ারী, আবু পাটোয়ারী, তমাল ঘোষ, ফেরদৌস মোরশেদ জুয়েল, মনোয়ার চৌধুরী, মিজানুর রহমান খান, আ: মোতালেব শেখ, মোশাররফ হোসেন পাটোয়ারী, শরীফ মো: আশরাফুল হক, শাহির পাটোয়ারী, সুভাষ চন্দ্র রায়, সেলিম আকবর ও হেলাল হোসাইন।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,১৬ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur