জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় জাদুঘর ঢাকায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
কবি নজরুল ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত ১৬ মে সোমবার বিকাল চারটায় বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুর,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী ।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও আলোচনায় অংশ নেবেন নজরুল গবেষক এ এফ এম হায়াত উল্লাহ। সভাপতিত্ব করবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো.জাকির হোসেন ।
আবদুল গনি
চাঁদপুর টাইমস
১৫ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur