Home / চাঁদপুর / চাঁদপুরে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় ভাইকে রক্তাক্ত জখম
ইভটিজিং

চাঁদপুরে বোনকে ইভটিজিং, প্রতিবাদ করায় ভাইকে রক্তাক্ত জখম

চাঁদপুর শহরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জের ধরে কিশোর গ্যাংদের হামলায় ভাই রাকিবুল ইসলাম (১৮) নামে কলেজছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

১৪ মে শনিবার ১২ টার দিকে চাঁদপুর শহরের ওয়্যারলেস ইকরা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে। কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত কলেজছাত্র যুবক চাঁদপুর শহরতলীর বাবুরহাট শিলন্দীয়া গ্রামের ডাক্তার বাড়ির ডাঃ রফিকুল ইসলামের ছেলে। সে চাঁদপুর সরকারি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র।

আহত রাকিবুল ইসলাম জানান, চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার হৃদয় গাজী নামে এক যুবক তার বোনকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। এ নিয়ে প্রায় দুই মাস পূর্বে তার পিতা ডাক্তার রফিকুল ইসলাম চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার জের ধরেই তার উপর এমন অতর্কিত হামলা চালানো হয়েছে।

রাকিবুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে টার দিকে সে তার বাড়ি থেকে অটো রিক্সায় করে চাঁদপুর সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি ওয়ারলেস ইকরা একাডেমির সামনে আসলে হৃদয় গাজী ও তার সাথে থাকা অজ্ঞাত আরো ৩/৪ জনকে নিয়ে রাকিবুলের গাড়ি আটকে পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাতাড়ি আঘাতে রাকিবুল ইসলামের মাথা এবং পা রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন।

পরে খবর পেয়ে তার সহপাঠীরা এবং প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কিশোর গ্যাংদের এমন অতর্কিত হামলার ঘটনায় চাঁদপুরের পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী কলেজছাত্রের পরিবারটি।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৪ মে ২০২২