চাঁদপুর করেসপন্ডেন্ট :
কচুয়ায় মুক্তিযোদ্বা ও অবসরপ্রাপ্ত সৈনিক আবু তাহের খন্দকারের উপর পুলিশের সামনেই থানায় হামলা করেছে দুর্বৃত্তরা । শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় কচুয়া থানায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ মর্মে জানাগেছে মুক্তিযোদ্বা আবু তাহের খন্দকারকে ওই দিন সকালে কচুয়া উত্তর ইউনিয়নের তার গ্রামের তেতৈয়া বাজারের মোল্লা মার্কেটে পৌনে আটটায় বাজার করতে গেলে বাবুলের নেতৃত্বে চার দুর্বৃত্ত তার উপর হামলা চালায় ।
দৃর্বত্তরা তার বাম চোখের নীচে ও পায়ে আঘাত করে। এ ঘটনায় মুক্তিযোদ্বা আবু তাহের খন্দকার কচুয়া থানায় লিখিত অভিযোগ করতে এলে বাবুলের নেতৃত্বে ৭/৮ জন দৃর্বত্ত ডিউটি অফিসার এএসআ্ই সফর উদ্দিনের সামনে তাকে আবার মারধর করে। ডিউটি অফিসার এএসআই সফরউদ্দিন বাধা দিলে দৃর্বত্তরা তার উপরও চড়াও হয় ।
এ সময় পুলিশ রুবেল, জামাল ও সফিক নমে তিনজনকে আটক করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল জানান এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur