চাঁদপুরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম।
১১ মে বুধবার সকালে চাঁদপুর শহরতলীর বাবুরহাটস্থ পুলিশ লাইনের হল রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার। এসময় চলতি বছরের এপ্রিল মাসের অভিন্ন
মানদন্ডের আলােকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে আসিফ মহিউদ্দীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শুদীপ্ত রায়। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপার , উপজেলা সার্কেল ও চাঁদপুর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১২ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur