চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক চন্দনা সাহা মনোনীত হয়েছেন। ৭ মে কলেজের গর্ভনিংবডির বিশেষ সভায় তাঁকে এ পদে দায়িত্ব প্রদান করলে ৮মে থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি কুমিল্লা জেলার লাকসাম পৌর এলাকার দক্ষিন লাকসাম গ্রামের ননীগোলাপ সাহার কন্যা। চন্দনা সাহা ১৯৯৪ সালে ২০ মার্চ সাচার ডিগ্রি কলেজে যোগদান করেন।
এদিকে সাচার ডিগ্রি কলেজের নয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চন্দ্রনা সাহা মনোনীত হওয়ায় কলেজের শিক্ষার মান ও একাডেমিক উন্নয়ন এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur