চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উত্তর বাজাররস্থ সাচার-গৌরিপুর সড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন দ্বীনি শিক্ষার লক্ষে হুফফাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মে সোমবার এ উপলক্ষে কচুয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো.মনির হোসেন।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ ক্বারী জহিরুল ইসলাম।
এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবু তাহের,পরিচালক হাফেহ ক্বারী আব্দুল মতিন,সাচার বাজারের ব্যবসায়ী কবির হোসেন মজুমদার,জমিদাতা সদস্য ইব্রাহিম খলিল,ইউনুছ প্রধান,আবু ইউসুফ প্রধান.সমাজসেবক রুহুল আমিন,মফিজুল ইসলাম প্রধানসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur