জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রিয় স্থায়ী কমিটির সদস্য,কেন্দ্রিয় কার্যকরি কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ টেকসেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শাহ জিকরুল আহমেদ এর মৃতুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রচারণায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বীর মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ আইনজীবী সমিতিতে নির্বাচনি প্রচারণার সভা চলাকালে তার হার্ট অ্যাটাক হয়। পরে আইনজীবীরা তাঁকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক সমর্থিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ এর সাধারণ আসনের একজন প্রার্থী ছিলেন। তিনি জাসদ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য।
আইনজীবী শাহ জিকরুল আহমেদ নবীনগরে সাধারণ মানুষের কাছে খোকন ভাই হিসেবে পরিচিত ছিলেন। জিকরুল আহমেদের তিন মেয়ে আছে। এর মধ্যে দু’জনই থাকেন অস্ট্রেলিয়ায়।
সিনিয়র করেসপন্ডেন্ট
চাঁদপুর টাইমস
৮ মে ২০২৩