Home / সারাদেশ / ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় অসানি
weather

ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় অসানি

ঘূর্ণিঝড় অসানির প্রভাবে উড়িষ্যা,পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় মঙ্গলবার ভারী বৃষ্টি দেখা দিতে পারে।

আজ রবিবার এ কথা জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

১৬ কি.মি গতিতে ঝড়ো হাওয়াস উত্তর-পশ্চিম দিক দিয়ে বঙ্গোপসাগরে ঝড়টি ধেয়ে আসছে । ঘূর্ণিঝড়টি রবিবার সকালে বঙ্গোপসাগরের নিকোবর থেকে ৪৫০ কি.মি উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

অন্ধপ্রদেশের ভিশাখাপত্তাম থেকে এটি এখন ৯৭০ কি.মি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। উড়িষ্যার পুরি থেকে ১০৩০ কি.মি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে অসানি।

সোমবার ১০৫-১১৫ মিটার গতিতে বাতাস বইতে পারে। এরপর ঘূর্ণিঝড়টির সাগরেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দুর্বল হওয়া ঘূর্ণিঝড়টির প্রভাবেই মঙ্গলবার উল্লেখিত তিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির শঙ্কায় হলুদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

৮ মে ২০০
এজি