ঈদের চতুর্থ দিনে যাত্রীর উপস্থিতি বাড়লেও অতিরিক্ত চাপ তৈরি হয়নি সদরঘাট টার্মিনালে। কোনও ধরনের ঝক্কি না থাকায় স্বস্তি নিয়ে ঢাকা ফিরছেন দক্ষিণাঞ্চলের নৌপথের যাত্রীরা।
শুক্রবারও নিরিবিলিতে ঢাকা ছেড়েছেন কিছু যাত্রী। ঘাটে আসা লঞ্চগুলোর স্টাফরা বলছেন, রবিবার অফিস খোলায় শনিবার থেকে ফিরতি মানুষের চাপ বাড়তে পারে।
৬ মে শুক্রবার সদরঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, সকালে বিভিন্ন রুট থেকে ঘাটে আসা লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের মতো, নেই বাড়তি চাপ। চাঁদপুর, মুলাদি, চরফ্যাশন, হাতিয়া, শরীয়তপুর, ভোলার ইলিশাসহ কয়েকটি রুটের লঞ্চে ঢাকা ছেড়েছেন অনেক যাত্রী।
লঞ্চমালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘ফিরতি লঞ্চগুলোতে যাত্রী কম থাকায় সবাই স্বস্তি নিয়েই ঢাকায় ফিরে আসছেন। হঠাৎ করে যাত্রীর চাপ বেড়ে গেলেও সমস্যা হবে না, আমাদের লঞ্চগুলোর প্রস্তুত আছে।’
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, ‘আগামীকাল যেহেতু শনিবার, যাত্রীর চাপ থাকবে। সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে টার্মিনাল, পন্টুনসহ ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে।’
বার্তা কক্ষ, ৬ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur