ঈদুল ফিতরের আগে গত চারদিনে ছয়টি রুটে ফেরিতে ৭৪ হাজার ২৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আয় হয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ১২৬ টাকা।
গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত মোট ৪৯টি ফেরিতে এ যানবাহন পারাপার হয়েছে। বিআইডব্লিউটিসি’র এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুরসহ ছয়টি রুটে যানবাহন পারাপার হয়েছে।
বিআইডব্লিউটিসি’র হিসাব অনুযায়ী- গত ২৮ এপ্রিল ১৪ হাজার ২৮৯টি গাড়ি পারাপার হয়েছে। আয় হয়েছে এক কোটি ৩৩ লাখ ২১ হাজার ২০৩ টাকা। এরমধ্যে ২৯ এপ্রিল গাড়ি পারাপার হয়েছে ১৯ হাজার ৭১৫ টি, যা থেকে আয় হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার দুই টাকা।
৩০ এপ্রিল ২০ হাজার ৭০৩ টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আয় হয়েছে এক কোটি ৩৮ লাখ ২১ হাজার ৬১২ টাকা। এছাড়া ১ মে ১৯ হাজার ৫৪৬টি গাড়ি পারাপার করে বিআইডব্লিউটিসির রুটে ফেরিগুলো এক কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩০৯ টাকা আয় করেছে।
বার্তা কক্ষ, ২ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur