চাঁদপুরের হাজীগঞ্জে ঈদের দুই দিন আগে ৮ গ্রামের মানুষ পালন করলো ঈদুল ফিতরের জামাত।
১ মে রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা ও সুরঙ্গচাইল এর ৮ গ্রামের মানুষ নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেখা যায়।
হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মুফতি মাও. জাকারিয়া চৌধুরী আল- মাদানী শনিবার গভীর রাতে চাঁদ দেখেছে মর্মে রবিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়। ভোর রাতে সেহেরী খাওয়ার সময় এসব গ্রামের মাইকে প্রচার করা হয়।
সেই প্রচারে সাড়া দিয়ে পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, নূরপুর, সাচনমেঘ এ ক’টি গ্রামের কিছু মানুষ ঈদ উদযাপন করেছে বলে জানা যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur