চাঁদপুরের হাজীগঞ্জে ঘরের লড়ার সাথে উড়না পেছিয়ে গরায় ফাসঁ দিয়ে রহিমা বেগম (১৯) বছর বয়সী এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া যায়।
২৮ এপ্রিল শনিবার রাত একটার দিকে পৌরসভার বদরপুর কবিরাজ বাড়ীতে ঘটেছে। সে ঐ বাড়ীর রমজান মিয়ার ছেলে হৃদয় হোসেনের স্ত্রী।
এ ঘটনায় পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে চাঁদপুরে হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছে।
স্থানীয় জসিমউদ্দিন, বাড়ীর বাচ্চু মিয়া বলেন, গত দেড় বছর পূর্বে হাজীগঞ্জ সদর ইউনিয়নের ভাউড়া গ্রামের মৃত কালু মিয়ার মেয়ে রহিমার সাথে ইসলামী সরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর মধ্যে নিহত গৃহবধূর প্রায় ৫ মাসের অন্তঃস্বত্বা ছিল। কিন্তু কি কারণে আত্মহত্যা করতে পারে তা বলতে পারছেনা কেউ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৯ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur