চাঁদপুরে শহরের বড় স্টেশান ট্রলারঘাট থেকে ৬ কেজি গাজা সহ আলাউদ্দিন সরদার (৩৩) ও লিটন মিয়া (৩৫) কে আটক করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার সাড়ে ১২ টায় বড় স্টেশন ট্রলারঘাট এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই ইকবাল হোসেন,এএসআই শহিদুল ও হেলাল চাঁদপুর শহরের বড় স্টেশান এলাকার ট্রলারঘাটে অভিযান চালায়। এসময় দেলুর দোকানের সামনে থেকে বাজারের ব্যাগ তল্লাশী করে ৬ কেজি গাজা সহ বরিশালের কাঠালিয়া এলাকার আলাউদ্দিন সরদার (৩৩) ও কুমিল্লা চোদ্দগ্রাম এলাকার লিটন মিয়া (৩৫) কে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৯ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur