চাঁদপুরের হাজীগঞ্জে মাঠের পাকা ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সোহাগ হোসেন (৩৫) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল বেচার বাড়ি বাসিন্দা।
পরিবারের লোকজন জানায়, ২৮ এপ্রিল বৃহস্পতিবার বাড়ীর পাশে কৃষি মাঠে ধান কাটতে গিয়ে সাপে কামড় দেয়।

পরে বিকাল সাড়ে ৩ টার দিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
নিশ্চিত মৃত্যুর খবরকে পাত্তা না দিয়ে পরিবারের লোকজন মৃতদেহটি সাপ জারার ওঝার কাছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। নিহত কৃষকের ধম আছে ভেবে পরিবারের লোকজন লাশ নিয়ে ওঝার খোঁজে ঘুরছেন বলে জানা যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur