আগামি ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হতে পারে। এবার হজযাত্রীদের ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া দিতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুর আলী।
বুধবার দুপুরে সচিবালয়ে হজ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় বিমান সচিব মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী বলেন,‘এ বছর হজ যাত্রীরা যেন নিরাপদে যেতে পারে,ফ্লাইট সিডিউলসহ কোনো ধরনের ঝুঁকি-ঝামেলা যাতে না হয় সেজন্য ধর্ম মন্ত্রণালয়,হাব ও আটাবসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করা হয়েছে।’
তিনি বলেন,‘আগামি ৩১ মে থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে আমরা সে রকম ধারণা করছি। এ সময়ের ভেতরে যাতে আলোচনা করে সব কাজ করতে পারি সে বিষয়ে আলোচনা করেছি।’
আজকের সভায় আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন,‘আমাদের ডেডিকেটেড ফ্লাইট থাকবে ২টি। পৃথিবীর সবচেয়ে বড় বিমানের মধ্যে গত বছরও হাজিদের নেয়া হয়েছে। এ বছরও নেয়া হবে। এ বছরও ৭৭৭ ডেডিকেটেড ফ্লাইট হিসেবে নেবো।’
ভাড়ার বিষয়ে তিনি বলেন,‘ ফুয়েল খরচ অনেক বেড়েছে। ডাবলেরও অধিক ফুয়েলের দাম বেড়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিমানের ভাড়া দেড় লাখ করে নেয়া হবে। কিন্তু আমরা হাজিদের কথা চিন্তা করে বিমানের ক্ষতি হলেও ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছি।’
২৮ এপ্রিল ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur