পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ে।
২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম।
তিনি বলেন, এবার ৬ জোড়া বিশেষ ট্রেন চাঁদপুর স্পেশাল-১ ও ২ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে। এটি ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলাচল করবে। একটি ট্রেন সকাল সাড়ে ১১টায় ছেড়ে যাবে। অন্যটি বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যাবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য গত ২৩ এপ্রিল থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট কিনতে রেলওয়ে স্টেশনে প্রতিদিন ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
ঈদ শেষ করে ফিরে আসার জন্য ১ মে থেকে টিকিট বিক্রি শুরু হবে। ৫ মে যাতায়াতের টিকিট পাওয়া যাবে ১ মে, ৬ মে যাতায়াতের টিকিট কাটতে হবে ২ মে, ৭ মে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৩ মে, ৮ মে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৪ মে। ২, ৩ ও ৪ মে টিকিট বিক্রি হবে চাঁদ দেখা সাপেক্ষে।
স্টাফ করেসপন্ডেট, ২৭ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur