আজ-কালের মধ্যেই ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। নির্বাচনের মাধ্যমে নতুন জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকেরাই দায়িত্ব পালন করবেন।
তবে যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে,মূলত:তারাই ভবিষ্যতে পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে লড়বেন। বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদে বলেন, ‘বুধ অথবা বৃস্পতিবারের মধ্যে ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে প্রশাসক নিয়োগের সব প্রস্তুতি নেয়া হয়েছে।’
মেয়াদোত্তীর্ণ ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এর পরই জেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামি তিন মাসের মধ্যে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
২৭ এপ্রিল ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur