চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, মেসার্স নিপা ট্রেডার্স এর মালিক ও চেয়ারম্যান মোঃ সেলিম খানের জামাতা মোঃ নাজির খানের উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল সোমবার বাদ আছর লক্ষ্মীপুর বাজারস্থ নিজবাড়ির মাঠে আয়োজিত এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৫ শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
এসময় ব্যবসায়ী মোঃ নাজির খানের পরিবারের প্রয়াত আত্মীয়-স্বজন ও মুরব্বীদের রুহের মাগফেরাত কামনা এবং ব্যবসায় সফলতার জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নাসির আহমেদ ও খাজা আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম মাঝি, আওয়ামী লীগ নেতা সলেমান মাঝি, সায়েদ আলী মাস্টার, ফারুক মাঝি, হিরন উকিল, শফিক খানসহ এলাকার ব্যক্তিবর্গ।
প্রতিবেদক:আশিক বিন রহিম, ২৫ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur