Home / খেলাধুলা / আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
টেস্ট
WELLINGTON, NEW ZEALAND - JANUARY 13: Shakib Al Hasan of Bangladesh celebrates his double century with teammate Mushfiqur Rahim during day two of the First Test match between New Zealand and Bangladesh at Basin Reserve on January 13, 2017 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দলে রয়েছে বেশ কিছু পরিবর্তন।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ জনের টেস্ট দল ছিলো বাংলাদেশের। ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফেরা সাকিব আল হাসান ফিরেছেন এই টেস্ট সিরিজে।

ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম। শরিফুল ইসলামকে রাখা হয়েছে ফিটনেস উন্নতি সাপেক্ষে।

এদিকে এক সিরিজ শেষে দলে ফিরেছেন পেসার রেজাউর রহমান রাজা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা।

প্রথম ম্যাচ হবে ১৫ মে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩ মে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্টের স্কোয়াড:

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস বিবেচনায়)।