জিসান আহমেদ নান্নু, কচুয়া :
চাঁদপুর জেলার কচুয়ায় ৩০পিছ ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোস্তফা চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সাচার দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মায়ের দোয়ার হোটেল থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার তেগুরিয়া-চাংপুর গ্রামের আবুল হোসেনের পুত্র বহুল আলোচিত মাদক ব্যবসায়ী রবিউল্যাহ রবু (৩২), দহুলিয়া গ্রামের মৃত- মোবারক হোসেনের পুত্র আবুল কালাম (২৮) ও সাচার চৌধুরী দিঘীরপাড় গ্রামের চারু মিয়ার পুত্র আবু তাহের (৩০)।
এ ব্যাপারে কচুয়া থানায় মাদাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রবিউল্যাহ রবু ইতিপূর্বে দায়ের হওয়া মাদকের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামী।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur