জিসান আহমেদ নান্নু, কচুয়া :
চাঁদপুরের কচুয়া পৌরসভায় অবস্থিত বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সৎ-যোগ্য ও সৃজনশীল মানবসম্পদ সৃষ্টি আমাদের লক্ষ্য এ স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মুহম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ সোলেমান মিয়া, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন সিকদার, সদস্য মোঃ আলী আজগর প্রধান, অধ্যাপক দীপক নারায়ণ মন্ডল, সহযোগী অধ্যাপক সালামত উল্যাহ মিলন, সহযোগী অধ্যাপক এমএ কালাম আজাদ ও সহযোগী অধ্যাপক মোস্তফা জামাল। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাও. মোঃ আনোয়ার হোসেন ও সুজন চক্রবর্তী।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন কলেজের অধ্যাপক মোঃ ওবায়েদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর ছাত্র মোঃ আশিকুর রহমান ও গীতা পাঠ করেন সহকারী অধ্যাপক উত্তম চন্দ্র সরকার।
এসময় কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur