হাজীগঞ্জ প্রতিনিধি | আপডেট: ০৭:৫০ অপরাহ্ণ, ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে আঁখি রবি দাস (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ রবি দাসের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আঁখি চট্টগ্রামের সাতকানিয়ার বাদল চন্দ্র দাসের মেয়ে ও হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামের রবি দাস বাড়ির শীতল চন্দ্রের স্ত্রী।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মৃত আঁখির পারিবারের বরাত দিয়ে জানান, আট মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার সকালে আঁখির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আঁখি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur