ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রঘুনাথপুর এলাকায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী কর্মকর্তা নাদিয়া সুলতানার পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান মো. নূরে-ই আলম রিহাত,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur