পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, মেঘনা সেতু হলে দেশের পুরো চিত্র পাল্টে যাবে। এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ। এ সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত হবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো; যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলবে।
২২ এপ্রিল শুক্রবার দুপুরে মেঘনা সেতুর সমীক্ষা কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যেমন পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে, তেমনি শুরু হয়েছে মেঘনা সেতুর কাজও। গত দুই মাসে নদীর চারটি পয়েন্টে সয়েল টেস্টের কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকি পয়েন্টগুলোতে কাজ শেষে এ বছরের মধ্যেই মেঘনা সেতু ডিজাইনের জন্য পাঠানো হবে।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ২০১৯ সালের প্রথম সংসদ অধিবেশনে মেঘনা সেতু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে অনেক সভা সেমিনার হয়েছে। এ সেতুতেও রেললাইন সংযুক্ত হবে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নির্বাচিত হয়ে মেঘনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন করিব মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা প্রমুখ।
বার্তা কক্ষ, ২২ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur