Home / চাঁদপুর / কারামুক্ত হলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক
কারামুক্ত

কারামুক্ত হলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক

নাশকতার মামলায় দীর্ঘ ১২ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান বিএনপি এ নেতার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০ এপ্রিল একই আদালত শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে,বিগত ২০১৮ সালে চাঁদপুর শহরে দলীয় কর্মসূচি নিয়ে একটি নাশতার মামলায় অভিযুক্ত হন শেখ ফরিদ আহমেদ মানিকসহ বেশকিছু নেতাকর্মী। মামলাটি নিন্ম আদালত থেকে অভিযোগ গঠন হয়ে উচ্চ আদালতে স্থানান্তর হয়। তারপর সেই মামলায় জামিন নিতে গেলে তা গত ১০ এপ্রিল নামঞ্জুর হয়।

এদিকে শেখ ফরিদ আহমেদ মানিকের আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিম জানান, আদালত থেকে জামিননামা কারাগারে পৌঁছালে আজ বিকেলে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্ত হবেন নেতা।

তবে সেখানে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার জন্য অনুরোধ জানান তিনি।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২১ এপ্রিল ২০২২