Home / চাঁদপুর / চাঁদপুরে ২৫ জন হাফেজদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
হাফেজদের

চাঁদপুরে ২৫ জন হাফেজদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআনে হাফেজদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড আল-আমিন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ২৫জন অস্বচ্ছল হাফেজে কুরআন ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা দেওয়ান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষানুরাগী আব্দুস শুক্কুর মস্তান।

ফাউন্ডেশনের সেক্রেটারী হাফেজ মাওলানা মো. নুরুল ইসলাম এর সঞ্চালনায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দিবসের তাৎপর্যের উপর প্রধান আলোচকের বক্তব্য রাখেন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম ফখরুল ইসলাম মাসুম।

একই বিষয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মো. হাবীবুল্লাহ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের জেলা শাখার সভাপতি হাজেফ মো. বেলাল হোসাইন।

সংগঠনের পৃষ্ঠপোষক মো. অহিদুর রহমান খান উৎপল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মজিবুর রহমান সুমন মস্তান, ফরিদ আহমাদ মস্তান, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে হাফেজ মাওলানা জাকির হোসাইন খাঁন, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা নেয়ামত উল্যাহ, হাজে জাকির হোসেন মৃধা, হাফেজ মাহবুব আলম, হাফেজ আহম্মদ, হাফেজ শাহ্ মাহমুদুর রহমান, হাফেজ মোসাদ্দেক আল আকিব, হাফেজ জসিম উদ্দিন, হাফেজ আবুল হোসানই, হাফেজ আবুল কালাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৯ এপ্রিল ২০২২