পারিবারিক কলহের জের ধরে ইয়াকুব বেপারী (৩০) নামে এক যুবক নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
১৮ এপ্রিল সোমবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনয়িনের পশ্চিম রূপসা এলাকার বেপারী (ছটকি) বাড়ির আমিনুল হক বেপারির ছেলে ইয়াকুব আত্মহত্যা করেছে। আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ এক সন্তানের জনক ইয়াকুবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও মৃতের পরিবারের লোকজন জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে ১৭ এপ্রিল রোববার ইয়াকুবের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্ত্রী ইয়াকুবের সাথে অভিমান করে বাপের বাড়িতে চলে যায়। পরে রাতে ইয়াকুব নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে তার স্ত্রী স্বামীর বাড়িতে ছুটে আসে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur