চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ নেতা,এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার উত্তর পালাখাল মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা মো. বাবুল সর্দারের সার্বিক আয়োজনে এ ইফতার ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,কচুয়া সদর ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান,চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো. জোবায়ের হোসেন,পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,পালাখাল মডেল ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাত আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৪ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur