চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ৮ টি থানার মধ্যে মাদক, গ্রেফতারী পরোয়ানা তামিল, চুরি ডাকাতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে আসছেন পুলিশ সুপার।
এরই ধারাবাহিকতা গত ১৩ এপ্রিল কাজের মূল্যায়ন হিসাবে মাদক অভিযানে জেলা শ্রেষ্ঠ টিম মার্চ হাজীগঞ্জ থানাকে ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পি পি এম বার।
অনেক দিন পর হাজীগঞ্জ থানায় যোগ দিয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেলেন নবাগত (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। একই সাথে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন ইব্রাহীম খলিল।
টিম হাজীগঞ্জ মার্চ ২০২২ আরো পুরস্কার গ্রহণ করেন হাজীগঞ্জ থানার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, প্রথম পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি পুলিশ সুপার মহোদয়কে। আমি শুরু থেকে যে কাজ করার চেষ্টা করেছি তা যেন অব্যাহত থাকে এ জন্য সকলের সহযোগিতা চাই।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৪ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur