বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ১৫ লাখ ১২ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৮৮ হাজার ৫৭৭ জন।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৮ কোটি ৫ লাখ ১৮ হাজার ৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৭ হাজার ৩৩১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে ৪ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ১৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৩৬ জনে।
এদিকে, বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনে পৌঁছেছে।
এপ্রিল ১৪,২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur