অবশেষে দীর্ঘ এক মাস চার দিন পর জামিনে মুক্তি পেল চাঁদপুরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৭ নেতাকর্মী। দ্রব্যমূল্যর উর্ধ্ব গতিরপ্রতিবাদের গত ৯মার্চ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করতে গিয়ে চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
১৩ এপ্রিল বুধবার আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে করলে তারা চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন।
জামিনে মুক্ত নেতারা হলাে : চাঁদপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া রাজা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মােঃ লিটন শেখ, ২নং ওয়ার্ড যুবদল সভাপতি বাদশা হাওলাদার, ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা খােকন, লিটন খান প্রমুখ।
ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ আক্রান্ত ও বিস্ফোরক আইনে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। গত ১১ মার্চ চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মােঃ শাজাহান বাদী এ মামলা করেন। মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে প্রধান আসামি করা হয়। এ মামলায় অন্য আসামীরা উচ্চ আদালতের জামিনে আছেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৩ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur