কচুয়ায় সফিবাদ দরবার শরীফের উদ্যোগে ৫দিন ব্যাপী তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে দরবার শরীফের আয়োজনে জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদ্রাসায় ৭ রমজান থেকে ১১ রমজান পর্যন্ত তাফসীরুল মাহফিল সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর আল্লামা মুহাম্মদ আবু বকর সিদ্দীক আল কাশেমী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. হাবিব মজুমদার জয়।
এসময় সফিবাদ দরবার শরীফের পরিচালক মুফতি মুহাম্মদ সোলায়মান বিন কাসেম এর পরিচালনায় দ্বীন ও ইসলাম দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন ঢাকা গুলশান বাইতুল মাহফুজ জামে মসজিদের খতিব মুফতি ছিদ্দিকুর রহমান সরকার,নায়ায়নগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব মুফিতি আহমাদ হাসান গাজীপুরী,ঢাকা কুরআন রিসার্স ফাউন্ডেশনের সদস্য হযরত মাওলানা গোলাম মাওলা ফারুকী,ঢাকা মুক্তিনগর জামে মসজিদের খতিব মুফতি জাকির হোসেন মুজাহিদী,খিলমেহের আহমাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা জসিম উদ্দিন হেলালী ও মাওলানা নুরুল হক প্রধান জিহাদী। তাফসীরুল মাহফিল দেশবরন্য ওলামায়ে কেরাম ও মুসল্লিগন অংশগগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur