চাঁদপুর টাইমস ডেস্ক:
বান্দরবানে থানছির দুর্গম বড়মদক এলাকায় সাড়াশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী আর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার বিকেল থেকেই পুরো এলাকায় অভিযান শুরু করা হলেও বর্ষা আর রাতের অন্ধকারের কারণে গহীন অরণ্যে অভিযান পরিচালনা ব্যাহত হয়।
তবে বিজিবি সূত্রমতে, বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েকদিন অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির গুলি বর্ষণের ঘটনায় বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পুরো এলাকায় এ অভিযান শুরু হয়।
বিজিবি সূত্রমতে, বান্দরবান, বলিপাড়া, রুমা ও আলীকদম জোন থেকে বিকেলে দুটি হেলিকপ্টারে আসা সেনা ও বিজিবি সদস্যরা বর্তমানে বড়মদক এলাকায় অবস্থান করছে। বিকেলে পুরো এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করা হয়। তবে বর্ষার বৃষ্টি আর রাতের অন্ধকারে গহীন অরণ্যে অভিযান কিছুটা ব্যাহত হয়।
আরাকান আর্মির ছোঁড়া গুলিতে আহত দুই সদস্যের মধ্যে নায়েক জাকির হোসেনকে বড় মদক ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। অপর সদস্য সিপাহী আব্দুল গনিকে বড় মাদক ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur