চাঁদপুরের ফরিদগঞ্জে টিসিবির পণ্য কিনে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত হয়েছে।
১০ এপ্রিল রোবরার দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা-সেন্দ্রা সড়কের রুপনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য কিনে বাড়ি পেরার পথে রুপনগর মসজিদের সামনে গেলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল ৪৩-৫৮৪৪) ধাক্কায় বাই সাইকেল চালক আরাফাত হোসেন (১৩) গুরতর আহত হয়।
পরে স্থানীয়রা বাই সাইকেল চালক আরাফাত হোসেনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকন তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, বাই-সাইকেল চালক আরাফাত হোসেন সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রামের পাটওয়ারী বাড়ির মুজাহের পাটওয়ারীর ছেলে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur