করোনা মহামারির কারণে পিছিয়ে দেয়া ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা,২০২২’ শুরু হতে যাচ্ছে। দেশব্যাপি একযোগে এ জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে আগামি ১৫ থেকে ২১ জুন। দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে এ শুমারি।
এ জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে। ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’র মাধ্যমে একযোগে বাংলাদেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা যাবে।
৮ এপ্রিল ২০২২
এজি