চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক ছৈয়াল (৭০) সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩১ মার্চ দুপুরে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। আব্দুল মালেক ছৈয়াল ৫ ছেলে এবং ১ কন্যা সন্তানের জনক।
নিখোঁজ আব্দুল মালেক ছৈয়ালের পুত্র মোহন ছৈয়াল জানান, গত ২/৩ বছর ধরে তার পিতা মানসিক ভারসাম্যহীন। ৩১ মার্চ দুপু্রে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হন।
সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আব্দুল মালেক ছৈয়াল লাম্বায় সাড়ে ৫ ফুট। গায়ের রঙ শ্যামবর্ণ।
নিখোঁজের ব্যাপারে বৃদ্ধার পরিবারের পক্ষে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
সন্ধানদাতা বৃদ্ধার ছেলে আব্দুল মালেক ছৈয়ালের বড় পুত্র সুমনের ০১৮৭৭৯৩৭০৫৯ এবং ছোট পুত্র মোহন ছৈয়ালের ০১৭৫২১৩৩০৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম, ৭ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur