বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ হারালেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে মিলনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য মনোনীত করার কথা জানানো হয়েছে এবং বিএনপি নেতা আলহাজ্ব আহমেদ আলী মুকিবকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে এহছানুল হক মিলন মিডিয়ার কাছে আপাতত কোনো কিছু না বলার অপারগতা জানান।
তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করেছি। দলের মন্ত্রিসভায় থেকে কাজ করেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বদলে ফেলার জন্য। আগামী দিনেও শিক্ষা নিয়ে কাজ করে যাব।
এদিকে এহছানুল হক মিলনকে ওই পদ থেকে সরিয়ে সদস্য করায় তাঁর সমর্থক ও নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur