চাঁদপুরে জাটকা রক্ষায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে পদ্মা-মেঘনায় চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে প্রায় ১১ টি স্পিড বোট নিয়ে এ অভিযান চালানো হয়।
এসময় কয়েকটি জেলে পাড়ায় অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫টি জেলে নৌকাসহ ৬ জন জেলেকে আটক করা হয়।

নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, মার্চ-এপ্রিল দুই মাসের জাটকা রক্ষা অভিযান কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় নৌ পুলিশের হেডকোয়ার্টারসহ চাঁদপুর অঞ্চলের ১১টি টিম সমন্বয়ে প্রায় অর্ধশতাধিক নৌ পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ও মতলব এলাকার বিভিন্ন চরাঞ্চলের জেলে পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটককৃত জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৫ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur