মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৬ হাজার ১৯৫ জনে।
আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ১৮ লাখ পাঁচ হাজার ২৬০ জন। সুস্থ হয়েছেন ৪২ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৩৭৮ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৬১২ জন। মারা গেছেন ১০ লাখ ৮ হাজার ১৯৮ জন।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৮৮ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮১৬ জন। ছয় লাখ ৬০ হাজার ২৬৯ জন মারা গেছেন।
৪ এপ্রিল ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur