Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক সাধারণ সম্পাদক সেলিম
বিএনপির

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক সাধারণ সম্পাদক সেলিম

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভোটারদের সরাসরি ভোটের মধ্যে দিয়ে সম্পন্ন হলো চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। নতুন এই সম্মেলনে সর্বোচ্চ ৯২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। ৮৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

রাতে ফলাফল ঘোষণা করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া।

এই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সম্মেলনে মোট ১৫১৫ জন ভোটারের মধ্যে ৯৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ছাতা মার্কায় পেয়েছেন ৯২৭ ভোট, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বাইসাইকেল মার্কায় পেয়েছেন ২৩ ভোট ও বিএনপি নেতা এসএম কামাল উদ্দিন চৌধুরী চেয়ার মার্কায় পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম মাছ মার্কায় পেয়েছেন ৮৯২ ভোট, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান আনারস মার্কায় পেয়েছেন ৩৯ ভোট, মোস্তফা খান সফরি বই মার্কায় পেয়েছেন ২৫ ভোট ও কাজী গোলাম মোস্তফা আম মার্কায় পেয়েছেন ১৪ ভোট। কাষ্ট হওয়া ৯৯২ ভোটে মধ্যে সভাপতি পদে ৩১ ও সাধারণ সম্পাদক পদে ২২ ভোট টি ভোট বাদ পড়ে।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাড. সামছুল ইসলাম মন্টু এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন।

এর আগে সকাল ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনে শুভ শূচনা হয়।

এরপর দুপুর আড়াইটা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এনময় ভোটারদের দীর্ঘ লাইনে ৫টি বুথে একযোগে শুরু হয় ভোটগ্রহন।

প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ। প্রয়াত নেতাদের উদ্দেশ্যে শোক বার্তা পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।

জলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম ও মুনির চৌধুরী যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, মতলব উত্তর বিএনপি নেতা কবির হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপি নেতা শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি উপজেলার সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চাঁদপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২ এপ্রিল ২০২২