ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই মো. আবদুর রহমান।
নিহতরা হলেন, নাছির উদ্দিন (৫২) ও স্ত্রী শরিফা আক্তার (৪২)। নিহতদের বাড়ী দাউদকান্দি উপজেলার মাধাইয়ার কুশিয়ারা এলাকায়। তারা পদুৃয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে নিজের বাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ী চাপা দিলে ঘটনাস্থলে দুজনেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, দাউদকান্দি অভিমূখী মোটরসাইকেল চালিয়ে স্ত্রীসহ যাচ্ছিলেন নাছির উদ্দিন। পেছন থেকে একটি গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দু’জন মারা যান। তবে কোন গাড়ী ধাক্কা দিয়েছে কেউ বলতে পারেন নি।
হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৩১ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur