মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহে কার্যক্রম আগামি ৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।
মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিম,এমপি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি,বাংলাদেশ নৌপুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, বিপিএম(বার), মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ.মাহবুবুল হক,জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।
পরে লৌহজং ভূমি অফিস ঘাট থেকে পদ্মা নদীতে এক বর্ণাঢ্য নৌ-র্যালি বের হয়। র্যালিটি নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।
৩১ মার্চ ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur