গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর শহরের অঙ্গিকারের সামনে কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিপ্লব সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কর্মাসের পরিচালক গোপাল সাহা, চাঁদপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া, জেলা ক্যাবের যুগ্ম-সম্পাদক মজিবুর রহমান,
সনাকের কোঅর্ডিনেটর মাসুদ রানা, কর্মকর্তা রাজন দে, জেলা ক্যাব সদস্য অভিজিত রায়, সাংবাদিক শাওন পাটওয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাই রমজানের পূর্বেই লাগামহীন গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হবে। বাখরাবাদ ও তিতাস গ্যাস কোম্পানি কোন অদৃশ্য শক্তির বলে দেশের করোনাকালে ভয়াবহতার মাঝে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। কোন অবস্থাতেই বর্তমান পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা যাবে না।এমন পরিস্থিতিতে সরকার এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। গ্যাস-বিদ্যুতের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নিতে হবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৩০ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur